Wednesday, 10 June 2020

Colourful Sky ( বিচিত্র রঙের আকাশ)

Today, I sat down with my brushes & colours 
As a set of mind to draw something.
Suddenly a gust of wind took my eyes to the sky.
How the palanquins of white clouds are running in that blue sky.
I don't know when the time has passed. Suddenly the color of the clouds is changing and the sky is getting thicker.
The blue sky has now turned reddish-yellow. 
I couldn't think that which one is most beautiful view of the sky.
Shall I draw pictures of the palanquins of the clouds in the blue sky or that reddish sky with a hint of darkness?
With this hesitation, I did not draw any more pictures. But in one of the corners, the reddish sky kept reminding me of the darkened sky over and over again.
As if it wanted to tell me something.
(আজ তুলি নিয়ে বসেছিলাম, 
কিছু আঁকব বলে।
হঠাৎ কোনো দমকা বাতাস আমার দৃষ্টি গুলোকে নিয়ে গেলো আকাশের পানে।
সেই নীল আকাশে সাদা মেঘের পালকি গুলো কিভাবে ছুটে চলছে।
সময় যে কখন পেরিয়ে গেল টেরই পেলাম নাহ। হঠাৎ মেঘের রঙ বদলাচ্ছে আকাশ ঘন হয়ে আসছে। 
নীল আকাশটি এখন লালচে-হলুদ হয়ে গেছে। আকাশের কোন দৃশ্যটি সুন্দর ভেবে পাচ্ছিলাম নাহ।
নীল আকাশে মেঘের পালকি গুলোর ছবি আঁকব নাকি সেই অন্ধকারের আভাসের সেই লালচে আকাশ?
এই দ্বিধায় আর ছবি আঁকাই হলোনা। কিন্তু কোনো এক কোনে কেন যেন বার বার লালচে সে অন্ধকারাচ্ছন্ন আকাশটির কথা বারে বারে মনে পড়ছে। 
যেন আমায় কিছু বলতে চেয়েছিল।)

MakGranule 
www.makgranule.blogspot.com 

Thursday, 4 June 2020

YouTube Channel

Here's my YouTube channel link, go and visit there and don't forget to subscribe it. 
It's quite new... Hope you will like it.
#TheShadowGranule

https://www.youtube.com/channel/UCzKutsZKIXMxzAjMPxTtNdQ

FairyTales

That Fairy Tale,
Everyone hears the stories of childhood, the reality of which does not exist at all. But not everyone is one! In my case, things have changed, I don't remember hearing any fairy tales as a child, except for the weaving of the old woman of the moon. But as I get older, as the fairy tales float before my eyes, I want to match every moment with that fairy tale. Even today, the story of the fairy tale is just a story.
Everyone's very familiar fairy tales, especially in the case of girls, who have no end of desires, but get only limited. One such wish was that a king would come and take him on a horse to a wonderful royal world. Where there will be an amazing beauty of nature. In front of a huge house, a very large garden, where thousands of flowers gather, hundreds of birds chirp, where small rabbits will roam, and just in front of the gate is a white horse and a big horse carriage next to it.
Isn't it nice to think so? In fact, fairy tales help you forget where you are for a while. It just knows to take you to a different world, where there will be no place for your suffering.
In the same way, thousands of fairy tales were awakened in me.

(রূপকথার সেই কাল্পনিক কাহিনী,
ছোটবেলার সবার সেই বিভিন্ন রকমের শুনা গল্প,যার বাস্তবতার অস্তিত্ব একেবারেই নেই। কিন্তু সবাই তোহ আর এক হয়না! আমার ক্ষেত্রে জিনিসগুলো ভিন্ন হয়ে গেছে, ঠিক মনে পড়েনা ছোটবেলা কোন রূপকথার গল্প শুনেছি বলে,শুধু মাত্র চাঁদের বুড়ির সেই সুতো বুনন ছাড়া। কিন্তু যতই বড় হচ্ছি রূপকথার কাহিনীগুলো যেন চোখের সামনে ভাসে, প্রতি মুহূর্ত গুলোকে সেই রূপকথার কাহিনীর সাথে মিলিয়ে দেখতে চাই। আজও কি রূপকথার গল্প শুধু গল্পই কিনা। 
সবার খুব পরিচিত রূপকথা বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, যাদের চাওয়ার অন্তি নেই,কিন্তু পায় শুধু সীমিত কিছু। ঠিক তেমনই একটি আকাঙ্খার মাঝে একটি হলো, এক রাজা আসবে ঘোড়া চেপে নিয়ে যাবে তাকে এক অপূর্ব রাজকীয় দুনিয়ায়। যেখানে প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য থাকবে। একটি বিশাল বাড়ির সামনে, অনেক বড় বাগান, যেখানে হাজারো ফুলের সমাগম,শতশত পাখির কিচিরমিচির শব্দ,যেখানে ছোট খরগোস গুলো এদিক ওদিক ছুটাছুটি করবে, আর ঠিক গেইটের সামনে একটি সাদা ধবধবে ঘোড়া এবং পাশে বড় একটি ঘোড়ার গাড়ি। 
ভাবতেই কত ভালো লাগে তাই নাহ? আসলে রূপকথার গল্পগুলো খানিক সময়ের জন্য ভুলে যেতে সাহায্য করে কোথায় আছেন আপনি। এটি শুধু জানে আপনাকে এক অন্যরকম দুনিয়ায় নিয়ে যেতে, যেখানে আপনার কষ্টের জন্য কোনো জায়গা থাকবে নাহ।
ঠিক তেমনই আমারও মাঝে হাজার রূপকথার গল্পের জাগরণ ঘটে।)


#The_Shαdοω_Gπαηυιε
www.makgrabule.blogspot.com 

Colourful Sky ( বিচিত্র রঙের আকাশ)

Today, I sat down with my brushes & colours  As a set of mind to draw something. Suddenly a gust of wind took my eyes to the sky. How th...