Today, I sat down with my brushes & colours
As a set of mind to draw something.
Suddenly a gust of wind took my eyes to the sky.
How the palanquins of white clouds are running in that blue sky.
I don't know when the time has passed. Suddenly the color of the clouds is changing and the sky is getting thicker.
The blue sky has now turned reddish-yellow.
I couldn't think that which one is most beautiful view of the sky.
Shall I draw pictures of the palanquins of the clouds in the blue sky or that reddish sky with a hint of darkness?
With this hesitation, I did not draw any more pictures. But in one of the corners, the reddish sky kept reminding me of the darkened sky over and over again.
As if it wanted to tell me something.
(আজ তুলি নিয়ে বসেছিলাম,
কিছু আঁকব বলে।
হঠাৎ কোনো দমকা বাতাস আমার দৃষ্টি গুলোকে নিয়ে গেলো আকাশের পানে।
সেই নীল আকাশে সাদা মেঘের পালকি গুলো কিভাবে ছুটে চলছে।
সময় যে কখন পেরিয়ে গেল টেরই পেলাম নাহ। হঠাৎ মেঘের রঙ বদলাচ্ছে আকাশ ঘন হয়ে আসছে।
নীল আকাশটি এখন লালচে-হলুদ হয়ে গেছে। আকাশের কোন দৃশ্যটি সুন্দর ভেবে পাচ্ছিলাম নাহ।
নীল আকাশে মেঘের পালকি গুলোর ছবি আঁকব নাকি সেই অন্ধকারের আভাসের সেই লালচে আকাশ?
এই দ্বিধায় আর ছবি আঁকাই হলোনা। কিন্তু কোনো এক কোনে কেন যেন বার বার লালচে সে অন্ধকারাচ্ছন্ন আকাশটির কথা বারে বারে মনে পড়ছে।
যেন আমায় কিছু বলতে চেয়েছিল।)
www.makgranule.blogspot.com